Wellcome to National Portal
বন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st August ২০২২

সহ-ব্যবস্থাপনায় অর্জিত সাফল্য

 

 

বাংলাদেশ সরকার USAID এর আর্থিক সহায়তায় দেশের ১৭টি Protected Area (রক্ষিত এলাকা) তে  সহ ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন করছে। সুন্দরবনের  IRMP  সহ ১৭ টি Protected Area এর সহ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন হয়েছে এবং সেগুলো ২৩ টি সহ ব্যবস্থাপনা সংগঠনের সহয়তায় বাস্তবায়ন হচ্ছে। বর্তমানে USAID এর আর্থিক সহায়তায় আরো ৫ টি Protected Area তে সহ ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয়েছে। সহ-ব্যবস্থাপনার মাধ্যমে Protected Area এর পার্শ্ববর্তী জনসাধারণের অংশগ্রহণের ফলে জীব-বৈচিত্র্য সংরক্ষণের একটি সফল অধ্যায় সূচিত হয়েছে। Protected Area এর প্রাপ্ত রাজস্বের ৫০% সহ-ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে রক্ষিত এলাকা উন্নয়নের কাজ করা হচ্ছে। এ পর্যন্ত ৩৮.২০ লক্ষ টাকা বরাদ্ব হয়েছে।

 

বনাঞ্চলের রক্ষিত এলাকা সমূহ ব্যবস্থাপনার জন্য সহ-ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হয়েছে। সহ-ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে রক্ষিত এলাকার ব্যবস্থাপনা পদ্ধতির সাথে সম্পৃক্ত করা হয়েছে। এ পদ্ধতির কারণে পূর্বে যারা বন থেকে অবৈধভাবে সম্পদ আহরণের সুযোগ খূজতেন তারাই বনকর্মীদের সাথে বনজসম্পদ রক্ষা করছেন। রক্ষিত এলাকার ব্যবস্থাপনা উন্নত হয়েছে, বনে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। Grant Financing এর আওতায় রক্ষিত এলাকায় পর্যটন থেকে অর্জিত আয়ের ৫০% ল্যান্ডস্কেপ উন্নয়ন ও জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হচ্ছে। রক্ষিত এলাকা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে, বন অপরাধ ও বনজসম্পদের পাচার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

 

http://nishorgo.org/