Wellcome to National Portal
বন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ সেপ্টেম্বর ২০২২

সামাজিক বনায়নে অর্জিত সাফল্য

 

 

 

 

বন বিভাগ কর্তৃক বাস্তবায়িত সামাজিক বনায়ন কার্যক্রমের আওতায় ১৯৮১-১৯৮২ সাল হতে ২০১৮-১৯ সাল পর্যন্ত প্রায় ৯৯,৩১৩.৭৮ হেক্টর এবং ৭৩,২২৩.৩৬ কিলোমিটার বাগান সৃজন করা হয়েছে। এছাড়া বিগত ৪ বছরে জলবায়ু ট্রাস্ট ফান্ড আওতাভূক্ত প্রকল্পের মাধ্যমে অংশীদারিত্বের ভিত্তিতে দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী ও নন-ম্যানগ্রোভ ২৯৫৫ হেক্টর ব্লক বনায়ন এবং সড়ক, রেলপথ ও বাঁধ সংযোগ সড়কে ২৬৪১ কি.মি. স্ট্রীপ বনায়ন করা হয়েছে। সৃজিত বাগানে প্রায় ৭ লক্ষ ১ হাজার ৪৮৮ জন উপকারভোগী সম্পৃক্ত রয়েছেন, যাদের মধ্যে মহিলা উপকারভোগীর সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৫৪২ জন । ২০০২ সাল হতে ২০১৫-১৬ সাল পর্যন্ত সারাদেশে ব্যাপক বনায়নের লক্ষ্যে ১০ কোটি ১৫ লক্ষ ৪০ হাজার টি চারা বিক্রয় ও বিতরণ করা হয়েছে।

 

শুরু হতে ২০১৮-১৯ সাল পর্যন্ত বাংলাদেশে সামাজিক বনায়নের আওতায় ৪৩ হাজার ৯৪৩ হেক্টর এবং ১৮ হাজার ৩৬২ কিলোমিটার বাগান কর্তন করা হয়েছে। উৎপাদিত কাঠ বিক্রয় করে ১২২৭ কোটি ৮২ লক্ষ ১৮ হাজার ৯১০ টাকা পাওয়া গেছে। এযাবৎ ১ লক্ষ ৯১ হাজার ৮৫৪ জন  উপকারভোগীর মাঝে বিতরনকৃত লভ্যাংশের পরিমাণ ৩৮৩ কোটি ২৩ লক্ষ ৫ হাজার ৪৫ টাকা। ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত পুনঃ বনায়নের কাজে বৃক্ষরোপন তহবিলে টিএফএফ (TFF) ১১০ কোটি ২০ লক্ষ ১৭ হাজার ৩ শত ৮৫ টাকা জমা রয়েছে। সামাজিক বনায়নের মাধ্যমে এ পর্যন্ত সরকারী রাজস্ব আয়ের পরিমান হয়েছে ৪৩৩কোটি ৫৮ লক্ষ ৪৫ হাজার ২ শত ৩২ টাকা। এছাড়া ভূমি মালিক ও ইউনিয়ন পরিষদসহ অন্যান্যদের মাঝে ২১৮ কোটি ৪৯ লক্ষ ৭৩ হাজার ২১৪ টাকা বিতরণ করা হয়।

 

 

সামাজিক বনায়ন কার্যক্রমের আওতায় ১৯৮১-১৯৮২ সাল হতে ২০২১-২২ সাল পর্যন্ত অগ্রগতি

 

 

 

 

2022-09-13-03-21-f6af7bf413f57c2e29d83a2896b3869e.pdf 2022-09-13-03-21-f6af7bf413f57c2e29d83a2896b3869e.pdf