সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ফেব্রুয়ারি ২০২১
বৃক্ষ ও বন জরিপ, বাংলাদেশ
বন জরিপ ও পরিবীক্ষণ (Forest Survey and Monitoring)
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আর্থিক এবং জাতিসংঘের খাদ্য ও কৃষিসংস্থার কারিগরি সহায়তায় বন অধিদপ্তর কর্তৃক প্রকল্পটি ২০১৫-২০১৯ সময়কালে বাস্তবায়ন করা হয় । পূর্বে পরিচালিত বন জরিপের সকল নকশা এবং মূল বন খাতের অংশীজনদের সাথে পর্যালোচনা করে এ বারের বৃক্ষ ও বন এবং আর্থসামাজিক জরিপ পরিচালনা হয়েছে। দেশব্যাপী বৃক্ষ ও বন জরিপ পরিচালনা করার জন্য পাঁচটি জোন বিবেচনায় নেয়া হয়েছে, যা শাল, পাহাড়ী, সুন্দরবন, উপকূলীয় এবং গ্রামীন জোনের মাধ্যমে দেখানো হয়েছে। সকল জোনের বৃক্ষ ও বন জরিপের কাজ সম্পন্ন হয়েছে।
Bangladesh Forest Inventory (BFI)
বাংলাদেশ বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ”Strengthening National forest Inventory and Satellite Land Monitoring System in support of REDD+ in Bangladesh” প্রকল্পটি ২০১৯ সালে সমাপ্ত হয়েছে। USAID এর আর্থিক সহযোগীতায় ও FAO এর কারিগরি সহযোগীতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
প্রাপ্ত ফলাফল:
- ১৮৯৮ টি নমুনা প্লটের মধ্যে ৩৯০ টি বৃক্ষ প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। তন্মধ্যে ৯% introduced/exotic species.
- সারা দেশের বন ও বনের বাইরে বৃক্ষ সম্পদের National growing stock- ৩৮৪মিলিয়ন ঘন মিটার;
- National growing stock এর ৬৬% বন এলাকার বাইরে অবস্থিত বৃক্ষ সম্পদ থেকে;
- বৃক্ষের মাটির উপরের অংশে জমাকৃত Biomass এর পরিমান ৩৮৭ মিলিয়ন টন;
- প্রধান তিনটি Biomass উৎপাদন কারী বৃক্ষ প্রজাতি- ১। আম ২। সুন্দরি ৩। মেহগনি
- দেশের মাটির উপরের বৃক্ষ সম্পদ, মাটির নিচের বৃক্ষ সম্পদ এবং মাটির মধ্যে (৩০ সেন্টিমিটার গভিরতা পর্যন্ত) সঞ্চিত কার্বনের পরিমান ১২৭৬ মিলিয়ন টন।
- ১২৭৬ মিলিয়ন টন কার্বনের প্রায় ২২% বনাঞ্চলের মধ্যে, বাকিটা বন এলাকার বাইরে অবস্থিত;
- ১২৭৬ মিলিয়ন টন কার্বনের প্রায় ১০% পাহাড়ি বনে এবং প্রায় ৫.৫% সুন্দরবনে অবস্থিত;
- দেশের বৃক্ষ সম্পদ Gross National Income (GNI) এর ১.২৯ % অবদান রাখছে;
- সংগৃহীত বৃক্ষ সম্পদ এর অর্থনৈতিক মুল্য ২০১৭-১৮ সালের Gross Domestic Product (GDP) এর ৩.১১%;
- জরিপে তথ্য প্রদান কারী পরিবার সমুহ কমপক্ষে একটি উপকার বৃক্ষ সম্পদ থেকে পেয়েছে;
- বৃক্ষ ও বনজ সম্পদ সামগ্রী সংগ্রহকারীদের প্রায় ৬৫% মহিলা;
- ৫৪% পরিবার বৃক্ষ ও বন থেকে ঔষধি উপকার পেয়েছে;
- সুন্দরবনের পাশে অবস্থানকারী পরিবার সমুহ অন্যান্য এলাকা থেকে অধিক আয় করে যার অর্ধেকের ও বেশি আসে মাছ ও কাঁকড়া থেকে।
বাংলাদেশ বনজসম্পদ সমীক্ষা (BFI) প্রতিবেদন