আজ ২১ মার্চ আন্তর্জাতিক বন দিবস -২০১৯ । দিবসটির প্রতিপাদ্য বিষয় হল:
“ বন বনানী জানি, জানাই
ভালবেসে বনকে বাঁচাই।”
বাংলাদেশ বন অধিদপ্তর আন্তর্জাতিক বন দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে সকালে র্যালী এবং বন ভবন, আগারগাঁওস্থ হৈমন্তী সম্মেলন কক্ষে একটি সভার আয়োজন করে। উক্ত সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব আব্দুল্লাহ আল মোহসীন হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিরিক্ত সচিব ড. মোঃ বিল্লাল হোসেনে এবং ইনস্টিটিউশন অব ফরেস্টারস, বাংলাদেশ এর সভাপতি জনাব মোঃ ইশতিয়াক উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব মোহম্মাদ সফিউল আলম চৌধুরী, প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ। উক্ত সভায় মূল প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন ড. নিয়াজ আহমেদ খাঁন, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জনাব রুহুল মোহাইমেন চৌধুরী, কনসালটেন্ট, সুফল প্রকল্প । মাঠ পর্যায় থেকে আগত সহ-বন ব্যবস্থাপনা কমিটির (CMC) প্রতিনিধিবৃন্দ এবং বন অধিদপ্তরের ঢাকাস্থ সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।